দেশজুড়ে

মুক্তিপণের অর্ধলাখ টাকাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের ২৬ নম্বর শালবাগান ক্যাম্পে অপহরণ করে বিকাশ থেকে মুক্তিপণের টাকা উত্তোলনকালে রোহিঙ্গা অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (১৪ জুলাই) দুপুরে মুক্তিপণ হিসেবে নেয়া টাকা উত্তোলনকালে তাকে টাকাসহ আটক করেন তারা। ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গা ইলিয়াছ (৩০) শালবাবাগান ক্যাম্পের ব্লক-বি-৮-এর বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। একই ক্যাম্পের ব্লক-বি-১০-এর বাসিন্দা অপহরণকারী আয়াছের নির্দেশক্রমে মুক্তিপণের টাকা উত্তোলন করেন ইলিয়াছ।

এসপি তারিক জানান, শালবাগান ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা খবর পান যে, ব্লক-বি-৪ এলাকার আইয়ুব স্টোরে বিকাশের মাধ্যমে অপহরণের মুক্তিপণ হিসেবে আসা টাকা উত্তোলন করা হচ্ছে। এ সময় দ্রুত সেখানে গিয়ে ব্লক-বি-৮-এর বাসিন্দা রোহিঙ্গা ইলিয়াছকে মুক্তিপণের ৫৮ হাজার টাকাসহ আটক করা হয়। তখন ইলিয়াছ জানায়, একই ক্যাম্পের ব্লক-বি-১০-এর বাসিন্দা অপহরণকারী আয়াছের নির্দেশক্রমে মুক্তিপণের টাকা উত্তোলন করছেন তিনি। তবে কাকে আটকে রেখে এ মুক্তিপণ নেয়া হয়েছে এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান তিনি।

এসপি তারিক আরও জানান, মুক্তিপণের টাকাসহ আটককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণের বিষয়ে অনুসন্ধানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সম্প্রতি উত্তর দমদমিয়ায় গভীর রাতে অপহরণে ব্যর্থ হয়ে তিন ভাইকে গুলিবর্ষণ করার ঘটনায় আটক ইলিয়াছ সম্পৃক্ত ছিল বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছেন। এসব বিষয়ও খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন এসপি তারিক।

সায়ীদ আলমগীর/এআরএ