ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে ‘অনলাইন পশুর হাট, ফেনী’র onlinepashurhatfeni.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়াসহ খামারি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘খামারিরা অত্যন্ত সহজ পদ্ধতিতে ওয়েবসাইটে নিবন্ধন করে তাদের খামারের পশুগুলো প্রদর্শনের ব্যবস্থা করবেন। এখানে ক্রেতারা প্রবেশ করে তাদের পছন্দমতো পশু কিনবেন। প্রতারিত হওয়ার সুযোগ নেই। তারপরও কোনো প্রতারণার অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনিসুল হক জানান, ‘দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবার উন্মুক্ত গরুর হাটের সংখ্যা অনেক কমে গেছে। অনেক খামারি অনলাইনে কোরবানির পশুর প্রচার-প্রচারণা চালালেও আশানুরূপ সাড়া পাচ্ছেন না। এ কারণে জেলা প্রাণিসম্পদ দফতর থেকে অনলাইন পশুর হাট চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এখানে ক্রেতা-ও বিক্রেতা উভয় পর্যায়ে কোনো প্রতারণার সুযোগ থাকবে না।’
নুর উল্লাহ কায়সার/এমএইচআর/এএসএম