ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২টায় সদর উপজেলার বোর্ড অফিস নামকস্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮), বাহারু(৩৭) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার কচুবাড়ি বোর্ড অফিস নামকস্থানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার অটোরিকশা যাত্রী নিহত হন। এ সময় আহত হন চারজন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে বাহারু নামের একজনের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক অফিসার (আরএমও) রাকিবুল আলম চয়ন বলেন, আহতদের শারীরিক অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
তানভীর হাসান তানু/এসএমএম/জেআইএম/জিকেএস