কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিস্কুট, চিপস খাদ্যপণ্য উৎপাদনের দায়ে পদ্মা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের লক্ষ্মীপুর মধ্যপাড়ায় অবস্থিত কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক মিলন মিয়াকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও লুবনা ফারজানা বলেন, ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া তারা বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিস্কুট, চিপস খাদ্যপণ্য উৎপাদন করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ জরিমানা করা হয়।
এসআর/জেআইএম