কিশোরগঞ্জের প্রখ্যাত কণ্ঠশিল্পী, সাবেক জনপ্রতিনিধি ও সংগঠক মৃণাল দত্ত (৮০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জেলার কটিয়াদী উপজেলার বনগ্রামের কৃতি সন্তান মৃণাল দত্ত ছিলেন একজন প্রথিতযশা কণ্ঠশিল্পী। বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়া জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ , শ্রী শ্রী কালীবাড়ী ও কটিয়াদী সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনে নেতৃত্ব দিয়েছেন তিনি।
নূর মোহাম্মদ/এসএস