আগামীকাল রোববার (১৮ জুলাই) ২০২১ সালের কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
Advertisement
শনিবার (১৭ জুলাই) কওমি মাদরাসা শিক্ষাবোর্ড- আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অফিস সম্পাদক মু. অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার ৭ জিলহজ্জ ১৪৪২ হিজরি মোতাবেক ১৮ জুলাই দুপুর ১২টা ৩০ মিনিটে প্রকাশিত হবে।
এর আগে গত ১৬ জুন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়ার কার্যালয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ স্থায়ী কমিটির সভায় ১১ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ফল প্রকাশ এক সপ্তাহ পিছিয়ে ১৮ জুলাই নির্ধারণ করা হয়।
Advertisement
বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান বলেন, দাওরায়ে হাদিস পরীক্ষার ফল তৈরির সব প্রক্রিয়া চূড়ান্ত থাকলেও করোনার ঊর্ধ্বগতি ও সরকারি কঠোর বিধিনিষেধের কারণে এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৮ জুলাই দাওরা হাদিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
সম্প্রতি রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
গত ৩ এপ্রিল থেকে সারাদেশে ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়। ১৩টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ৮ এপ্রিল। পরীক্ষা চলাকালে কঠোর বিধিনিষেধ থাকায় প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয় বোর্ড কর্তৃপক্ষ। আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া মাদরাসাগুলো সরকার স্বীকৃত ইসলামি শিক্ষাবোর্ড। সরকার ২০১৮ সালে ১১ এপ্রিল এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে (ইসলামি শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা দেয়। জাতীয় সংসদের ২০১৮ সালের ৪৮ নম্বর আইনে এ মর্যাদা দেয়া হয়।
বর্তমানে কওমি মাদরাসার ছয়টি বোর্ডের সবকটি দাওরায়ে হাদিস কওমি মাদরাসা আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত। বোর্ডগুলো হলো- বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ, তানজিমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ। এবার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজারের বেশি।
Advertisement
এমএইচএম/এআরএ/এমএস