দেশজুড়ে

ঈদে ৬ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ঈদুল আযহা উপলক্ষে ছয়দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এসময় স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে বন্দরের আমদানি-রফতানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, ঈদ উপলক্ষে সোমবার (১৯ জুলাই) থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়ে স্থলবন্দর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় আমদানি-রফতানিকারকদের চিঠি দেয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্ক স্টেশনের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন আলোচনার মাধ্যমে ছয়দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভায় ঈদ উপলক্ষে বন্দর ছয়দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (২৫ জুলাই) থেকে বন্দরে আবার বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

রবিউল হাসান/এসএমএম/এমকেএইচ