ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্কুলছাত্রীর অশ্লীল ছবি ছেড়ে দেয়ার অভিযোগে মুন্না (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ জুলাই) উপজেলার ভাকুড়া মাহাতপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়ে চাঁদা দাবির অভিযোগে ওই স্কুলছাত্রীর মা ৩০ জুন (বুধবার) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত মুন্নাকে রোববার ভোরে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তানভীর হাসান তানু/আরএইচ/এএসএম