দেশজুড়ে

উপহারের ঘরের পিলার ভাঙার ঘটনায় ইউপি চেয়ারম্যানের মামলা

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের পিলার কে বা করার ভেঙে ফেলেছে।

এ ঘটনায় শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘ঘর নেই জমি নেই’ প্রকল্পের আওতায় ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের ১২৯নং লাউদিয়া মৌজার ১৭৮৯ দাগে ১.০৮ একর খাসজমিতে ২১ পরিবারের গৃহ নির্মাণ করে দেয়া হয়। শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাত থেকে শনিবার ভোরের দিকে কোনো এক সময়ে ১নং ঘরের একটি পিলার কে বা কারা ভেঙে ফেলে।

একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ও ষড়যন্ত্রমূলকভাবে পিলারটি ভেঙে ফেলেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় কারো নাম উল্লেখ করা না হলেও তদন্তপূর্বক আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

শনিবার সকালে আবাসনের বাসিন্দারা দেখতে পান ১নং ঘরের বারান্দার পিলার ভেঙে পড়ে আছে। মাটিতে পড়ে পিলারটি কয়েক টুকরো হয়ে গেছে।

ঝিনাইদহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান জানান, দুর্যোগবিহীন পরিবেশে ঘরের পিলার এভাবে পড়তে পারে না। মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য রাতের আঁধারে কে বা কারা এ কাজ করেছে। এ ঘটনায় নির্মাণ কমিটির সদস্য সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার মামলা করেছেন। এখন পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম