ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফারুক (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ডাওরি বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মুজিবল হকের ছেলে। তিনি বিদ্যুৎঅফিসের চুক্তি ভিত্তিক শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ফারুক ডাওরি বাজার এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন। ওই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম