দেশজুড়ে

গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা

বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

সোমবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন রজ্জব আলী।

গাইবান্ধা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তাহেরা আক্তার মনি বলেন, ‘রোগীর মৃত্যুর কথা শুনে উত্তেজিত হয়ে জরুরি বিভাগে হামলা চালিয়ে কর্তব্যরত দুই চিকিৎসক, শিক্ষানবিস নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মারধর করেন রোগীর স্বজনরা। তারা হাসপাতালের বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করেন। এ ঘটনায় এক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।’

উল্লেখ্য, গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের পশ্চিম বাটিকামারী গ্রামের মো. আলতাফ হোসেনের স্ত্রী জাহেদা বেগমকে (৫৪) মুমূর্ষু অবস্থায় রোববার (১৮ জুলাই) দুপুরে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু দুপুরে যথারীতি হাসপাতালের ল্যাব বন্ধ থাকায় তাদের বাইরে রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। রক্ত পরীক্ষার পর বিকেলে তাকে আবার হাসপাতালে আনা হয়। সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোগীর মৃত্যুর কথা শুনে হাসপাতালের অবহেলাকে বলে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে জরুরি বিভাগে হামলা চালিয়ে কর্তব্যরত দুই চিকিৎসক, শিক্ষানবিস নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মারধর করেন রোগীর স্বজনরা।

জাহিদ খন্দকার/আরএইচ/এএসএম