দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জয়পুরহাটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আসাদুল হক বাবু (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুলাই) বিকেলে পাঁচবিবি উপজেলার কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আসাদুল হক বাবু একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের জমিতে আসাদুল হক বাবুসহ কয়েকজন জাল দিয়ে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে বাবুর পুরো শরীর ঝলসে যায়।

পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাশেদুজ্জামান/এসএমএম/এমএস