দেশজুড়ে

মহিষ চরাতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে মহিষ চরাতে গিয়ে বজ্রপাতে নজরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার পাঁকা গ্রামের কুসোগাড়ির মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল একই মৃত ফরিদ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬টায় নজরুল গ্রামের পার্শ্ববর্তী কুসোগাড়ির মাঠে মহিষ চরাতে যান। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত শুরু হয়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান। এছাড়া তার সঙ্গে থাকা মহিষটিও বজ্রপাতে মারা যায়। পরে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস