দেশজুড়ে

বিয়ের ৬ মাসের মাথায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

যশোরের মণিরামপুরে সানজিদা আক্তার লিমা (১৬) নামের নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৯ জুলাই) গৃহবধূর বাবা মামলা করেছেন।

ঘটনার পর থেকে স্বামী ফারুক হোসেনসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সানজিদা আক্তার লিমার সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় প্রতিবেশী চা বিক্রেতা মনছুর আলীর ছেলে ফারুক হোসেনের। রোববার রাত আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে ফারুক হোসেন স্ত্রী সানজিদাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর সানজিদার মরদেহ ফেলে স্বামী ফারুকসহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে সানজিদার বাবা বাবুল হোসেন বাবু চারজনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেছেন। মামলায় স্বামী ফারুক হোসেন, শ্বশুর মুনছুর আলী, চাচা শ্বশুর আনছার আলী ও শাশুড়ি রোজিনাকে আসামি করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, ‘সানজিদা নামে এক গৃহবধূর মৃত্যু খবর পেয়েছি।’

এ ব্যাপারে মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।’ মিলন রহমান/আরএইচ