দেশজুড়ে

বঙ্গবন্ধুর নামে ১০ গরু-মহিষ কোরবানি দেবেন কুয়াকাটার পৌর মেয়র

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার। মেয়র হিসেবে এ বছরই তার প্রথম কোরবানির ঈদ। তাই মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তার ৯টি ওয়ার্ডে পশু কোরবানি দিবেন তিনি। এর আটটি গরু ও দুটি মহিষ কিনেছেন পৌর মেয়র।

খোঁজ নিয়ে জানা যায়, কুয়াকাটা পৌরসভার অসহায় গরীব মানুষের জন্য এই পশুগুলো বিভিন্ন হাঁটে ঘুরে ঘুরে ক্রয় করেন মেয়র আনোয়ার হাওলাদার। ৭ লাখ ৩২ হাজার টাকায় বিভিন্ন রঙের আটটি গরু ও ১ লাখ ৬০ হাজার টাকায় দুটি মহিষ কোরবানির জন্য কেনে তিনি।

এ বিষয়ে আনোয়ার হাওলাদার বলেন, একদিকে পর্যটন কেন্দ্র হওয়ায় কয়েকমাস যাবত আয়ের পথ বন্ধ কুয়াকাটার কয়েক শ্রেণির মানুষের। অন্যদিকে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় সব শ্রেণির মানুষের পরিবারে অভাব অনটন চলছে। সর্বমোট নয়টি ওয়ার্ডের জন্য দশটি পশু কোরবানির জন্য কিনেছি। এগুলো পুরোটাই প্রতি ওয়ার্ডে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রতি ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘১৫’ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, আমি এই মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুসহ সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের সবার আত্মার শান্তির জন্য এই কোরবানি দেব।’

৮ নম্বর ওয়ার্ডের দিনমজুর শামসুল হক বলেন, ‘পৌর মেয়র এইবার আমাদের ওয়ার্ডে বঙ্গবন্ধুর নামে একটি মহিষ দিয়েছে। তিনি মেয়র হওয়ার আগেও আমাগো সব কোরবানিতে প্রত্যেক ওয়ার্ডে একটি করে গরু দিতো। আমরা যারা কোরবানি দিতে অক্ষম তারা মেয়রের দেয়া কোরবানির মাংস দিয়ে বাচ্চাদের সামনে খাবার দেই।’

তবে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা জাগো নিউজকে বলেন, ‘সে তো আওয়ামী লীগের সদস্যই না। তাহলে কীভাবে বঙ্গবন্ধুর নামে কোরবানি দেয়। আমার জানা ছিল না যে সে বঙ্গবন্ধুর নামে কোরবানি করছে।’

এসজে/এমএস