৬৫ হাজার টাকার গরুতে ঈদ উদযাপন করবে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের শিশু-কিশোররা। সরকারি বরাদ্দ ও জেলা প্রশাসনের অনুদান দিয়ে এ গরু কেনা হয়েছে। এছাড়া কেন্দ্রের শিশু-কিশোরদের জন্য থাকছে উন্নতমানের খাবার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেড়শ ধারণ ক্ষমতার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রায় আড়াইশ শিশু-কিশোর রয়েছে। বিভিন্ন মামলার আসামি হিসেবে তারা এখানে অবস্থান করছে। অতিরিক্ত বন্দি থাকায় এখানে খাবারের মান নিয়ে বিভিন্ন সময়ে শিশু-কিশোররা আন্দোলনও করেছে। ফলে এখন এ কেন্দ্রে প্রশাসনের বাড়তি নজর রয়েছে। এজন্য ঈদুল আজহা উপলক্ষে এ কেন্দ্রে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী সায়েমুজ্জামান জানান, যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোরদের ঈদের দিন সকালে সবজির খিচুড়ি, ডিম ও সেমাই পরিবেশন করা হবে৷ এরপর সকাল ১১টায় চটপটি খাওয়ানো হবে৷ দুপুরে পোলাও, গরু বা মুরগির মাংস, ডাল, কোমল পানীয় ও বিকেলে মিষ্টির সঙ্গে নিমকি দেয়া হবে৷ রাতে গরু বা মুরগির মাংসের সঙ্গে পাতলা ডাল থাকবে৷
এদিকে কিশোরদের জন্য জেলা প্রশাসনের ২৫ হাজার টাকা অনুদানের সঙ্গে সরকারি বরাদ্দ যোগ করে সাড়ে ৬৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে৷
মিলন রহমান/এসএমএম/জেআইএম