জোকস

আজকের জোকস : টাকার গাছ লাগাবেন যেভাবে

টাকার গাছ লাগাবেন যেভাবেছোটবেলায় মায়ের কাছে টাকা চাইলে বলতেন, ‘তোর বাবার কি টাকার গাছ আছে যে চাইলেই পাবি? অফিস থেকে ফিরলে বাবার কাছে টাকা চাস।’

তখন মনে হতো, আমাদের একটা টাকার গাছ থাকলে কত ভালো হতো! ইচ্ছেমতো টাকা ছিঁড়তাম আর খাবার কিনে খেতাম। তাই তো একদিন ১০ টাকার একটি নোট মাটিচাপা দিয়ে পানি ঢেলেছি বারবার, একটা টাকার গাছের আশায়।

****

হাতি-পিঁপড়ার ফুটবল খেলাফুটবল ম্যাচে অংশ নিল হাতি একাদশ এবং পিঁপড়া একাদশ। খেলা শেষ হলো অমীমাংসিতভাবে। পিঁপড়া দলের ড্রেসিং রুমে এলো হাতি দলের অধিনায়ক। বলল—হাতি: আজ আমাদের অনেকে খুব রাফ খেলেছে, আমি তাই ক্ষমা চাইতে এসেছি। পিঁপড়া: না, না, ও কথা বলবেন না। আমরাও তো কম রাফ খেলিনি।

****

মোরগের চেয়ে অ্যালার্ম ঘড়ি ভালোএকদিন গৃহকর্তা একটি মোরগকে বললেন—গৃহকর্তা: সকালে ডেকে দেওয়ার জন্য তোমার চেয়ে অ্যালার্ম ঘড়ি অনেক বেশি ভালো। মোরগ: কিন্তু অ্যালার্ম ঘড়ি দিয়ে তো স্যুপ রান্না করা যায় না!

এসইউ/জেআইএম