নওগাঁর রাণীনগরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য একটি গরু উপহার দিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলার একডালা ইউনিয়নের চৌধুরী পুকুর আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গণে তিনি এ গরু হস্তান্তর করেন।
আশ্রয়ণের বাসিন্দা মরিয়ম বেগম বলেন, ‘ভিটেমাটি না থাকায় সরকারের দেয়া ঘরে বসবাস করছি। আগে কষ্ট করে অন্যের জায়গায় থাকতাম। এখন সুন্দর ঘর পেয়ে মাথা গোজার ঠাঁই হয়েছে। করোনায় আয়-রোজগার অনেক কমে গেছে। কোরবানির ঈদ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সংসদ সদস্য কোরবানির জন্য একটি গরু দিয়েছেন। ঈদের দিনে মাংসের জন্য অন্যের কাছে আর হাত পাততে হবে না। আমরা অনেক খুশি।’
আরেক বাসিন্দা ডলি বেগম বলেন, ‘স্বামী-সন্তান কেউ নাই। চোখেও দেখতে পাই না। হাসিনা আপা ঘর দিছে সেডাই বড় কথা। আজক্যা আবার এমপি হামাকোক (আমাদের) একটা গরু দিয়া গেল। যাতে হামরা (আমরা) ঈদের দিনোত গোস্ত (মাংস) দিয়া ভাত খাবার পারি। গরীব মানুষ বাপো। গোসত দিয়া ভাত খাবার মন চালেও হামরা খাবার পারিনা। কতদিন থাকা যে হামি (আমি) গোস্ত দিয়া ভাত খাইনি কবার পারমু না। এবার খামু বাপো। এমপি সাহেবকে আল্লাহ অনেক ভালো রাখুক, দোয়া করি।’
এসময় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে করা আশ্রয়ন প্রকল্প একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই সুবিধা পাচ্ছে আমার এলাকার গৃহহীনরা। আগামীতে আমার এলাকায় আরও ঘর বরাদ্দ দিয়ে গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আশ্রয়ণের বাসিন্দারা যেন পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন সেজন্য তাদের গরুটি উপহার দেয়া হয়েছে। অন্তত ঈদের দিনে তাদের যাতে অন্যের কাছে সাহায্য চেতে না হয়। এবারের ঈদ সবাই স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করবে এমনটাই প্রত্যাশা করছি।’
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলুসহ প্রমুখ।
আব্বাস আলী/এসএমএম/জেআইএম