ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গেদুরা ইউনিয়নের কিসমত গ্রামে এ ঘটনা ঘটে। এতে ঈদ আনন্দ শোকে পরিণত হয়েছে ওই গ্রামে।
মৃতরা হলো- শিমু (০৯) ও জান্নাতুন (৪)। তারা ওই গ্রামের শাহাবুল আলম জাম্বুর মেয়ে।
পুলিশ জানায়, দুপুরের খাওয়া শেষে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানি থেকে এলাকার লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।
হরিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আমিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
তানভীর হাসান তানু/এসজে/এমএস