দেশজুড়ে

পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

নেত্রকোনার মদন উপজেলায় ডোবার পানিতে ডুবে আমেনা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নে রত্নপুর গ্রামের নিজ বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত আমেনা একই গ্রামের জহুর আমিনের মেয়ে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আমেনা নিজ বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় সবার অজান্তে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায় সে।

পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তুনু শাহা তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, পানিতে ডুবে আমেনা আক্তার নামের এক শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হবে।

এইচ এম কামাল/এসএমএম/এমএস