দেশজুড়ে

ঘরের পাশের গাছে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

নোয়াখালীর সুবর্ণচরে মো. নিজাম উদ্দিন (২৮) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলন স্বর্ণকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি ওই বাড়ির নুরউদ্দিন ভোলনের ছেলে। স্থানীয় বাজারে তার মুদি দোকান ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ঘরের পাশের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের দাবি নিজাম দীর্ঘদিন থেকে ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে প্রেরণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস