খুলনার দাকোপে ১২ কেজি হরিণের মাংসসহ মো. আক্তার (৩৫) নামে এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (২৪ জুলাই) সকালে কোস্টগার্ডের জোনাল কমান্ডার এম মামনুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন
এর আগে শুক্রবার (২৩ জুলাই) বিকালে সুন্দরবন সংলগ্ন উপজেলার নলিয়ান এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই উপজেলার নলিয়ান এলাকার বকস গাজীর ছেলে।
এম মামনুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় একটি হরিণের মাথা, ১২ কেজি মাংসসহ মো. আক্তারকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস