দেশজুড়ে

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণের

নেত্রকোনার মদনে সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ছানোয়ার হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৪ জুলাই) দুপুরে মদন-ফতেপুর সড়কে পরশখিলা বাজার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছানোয়ার উপজেলার তিয়শ্রী ইউনিয়নে বাগজান গ্রামের মৃত নূর উদ্দীনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছানোয়ার ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়ি এসে তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। মদন-ফতেপুর সড়কের পরশখিলা বাজার মোড় নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিয়ে গিয়ে তিনি পড়ে যান।

এ সময় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যায়। গুরুতর তেমন কোনো সমস্যা না থাকায় চিকিৎসা নিয়ে বিকেলে নিজ বাড়ি চলে আসেন। বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এইচ এম কামাল/এসজে/এএসএম