মুন্সিগঞ্জে ‘নাম ব্যঙ্গ করে ডাকা’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ আহতরা হলেন- পারভেজ (২৩), শফি বকাউল (৪৮) অলি বকাউল (২৭) মুসা বকাউল (১৫), শাকিল (২০), আসিফ (১৯), ইউসুফ(১৮), জুয়েল (১৪)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, আহতদের মধ্যে অলি বকাউলের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে মাঝিকান্দি গ্রামের রশিদ বকাউলের ছেলে মুসা বকাউল ও ইব্রাহীম ঢালীর ছেলে জুয়েল ঢালীর মধ্যে নাম ব্যঙ্গ করে ডাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপ করে উভয়পক্ষ। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এদিকে, নাম ব্যঙ্গ করে ডাকা নিয়ে সংঘর্ষে জড়ানোর পর উভয়পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
আরাফাত রায়হান সাকিব/এএএইচ