দেশজুড়ে

গুরুতর অসুস্থ স্ত্রী, দোয়া চাইলেন শামীম ওসমান

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

সোমবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

দেশের প্রভাবশালী রাজনৈতিক ওসমান পরিবারের পুত্রবধূ ও এমপি শামীম ওসমানের স্ত্রীর রোগ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্ত্রীকে নিয়ে চিকিৎসায় ব্যস্ত শামীম ওসমান বেশি কথাও বলতে পারেননি। বলেছেন, ‘এমআর করলে জানা যাবে লিপি ওসমানের কী সমস্যা’।

শামীম ওসমান বলেন, ‘এই মুহূর্তে প্রিয় নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে যে যেখানে আছেন, সবার কাছে দোয়া চাচ্ছি লিপির জন্য। সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন, দয়াময় যেন দ্রুত সুস্থ করে দেন আমার স্ত্রীকে।’

পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও সালমা ওসমান লিপি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন।

উল্লেখ্য, করোনা সঙ্কটে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন সালমা ওসমান লিপি। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রথম থেকেই তিনি কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছেন। করোনার ভয়াবহতায় মানুষের কাছাকাছি যেতেন না পারলেও বিভিন্ন মাধ্যমে অসহায় মানুষের খোঁজ নিয়েছেন।

অনেকে তাকে ফোন করেও তাদের অসহায়ত্বের কথা বলেছেন। তিনি সঙ্গে সঙ্গে সেই অসহায় মানুষের বাসায় স্বেচ্ছাসেবীর মাধ্যমে সহায়তা দিয়েছেন। কখনো সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজড রোগীকে আর্থিক সহায়তা, কখনো ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে, কখনো আগুনে দগ্ধ পরিবারকে চিকিৎসা ও অর্থসহায়তা করেছেন। হাত বাড়িয়েছেন অসহায় খেলোয়াড়দের পাশে।

মো. শাহাদাত হোসেন/এসজে/এমকেএইচ