জাতীয়

একদিনেই হলো অর্ধলক্ষাধিক নমুনা পরীক্ষা

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড হয়েছে। সেই সঙ্গে রেকর্ড হয়েছে নমুনা সংগ্রহ ও পরীক্ষায়ও। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়, যা দেশে এ যাবতকালে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা।

সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ৫৩ হাজার ৩১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫০ হাজার ৯৫২টি। এতে করোনা রোগী শনাক্ত হয় ১৫ হাজার ১৯২ জন

দেশ গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ৭৫ লাখ ৬ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত শনাক্তকৃত মোট করোনা রোগীর সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮২৭।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ২৪৭ জন করোনা রোগীর মৃত্যু হয়। এটিই এখন পর্যন্ত একদিনে মৃত্যুর হিসাবে সর্বোচ্চ। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৫২১ জনে। তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৩৪০ ও নারী ৬ হাজার ১৮১ জন।

এমইউ/জেডএইচ/এমকেএইচ