মঙ্গলবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার দফতরে ডাকা হয়েছে অভিনেত্রী শার্লিন চোপড়াকে। এর আগে পর্নকাণ্ডে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতারের পর দিনই ২০ জুলাই সাইবার সেল তাকে ডেকেছিল।
এই অভিনেত্রী মহারাষ্ট্রের সাইবার সেলকে জানান, রাজের হাত ধরেই ‘বড়দের’ ছবির জগতে এসেছিলেন তিনি। প্রত্যেকটি ছবিতে কাজের জন্য রাজ তাকে ৩০ লাখ টাকা দিতেন। রাজের জন্যই নাকি ১৫ থেকে ২০টি এমন কাজ করেছেন তিনি।
২২ জুলাই অনলাইনে শার্লিন একটি ভিডিও পোস্ট করে জানান, এ মামলায় তিনিই প্রথম সাইবার সেলে বক্তব্য দিয়েছেন। তলব পেয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি বা দেশেই কোথাও লুকিয়ে পড়েননি। তদন্তের জন্য পুলিশের সঙ্গে সহযোগিতা করতে রাজি তিনি।
একই সঙ্গে তিনি ভিডিওতে সাংবাদিকদের অনুরোধ করেছিলেন, তার বক্তব্য জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। তার দেয়া তথ্য সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিতে পারেন কর্মকর্তারা।
এমএইচআর/জেআইএম