হবিগঞ্জের মাধবপুরে প্যান্ডেল, গেট সাজিয়ে ঘটা করে ছেলের বৌভাতের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে এতিমখানায় পাঠানো হয় বৌভাতের বাহারি খাবার।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে ধুমধাম করে ছেলের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেন জানু মিয়া। তৈরি করা হয় অতিথিদের জন্য বিশাল প্যান্ডেল, গেট। পাঁচশ অতিথির জন্য রান্না হয় বাহারি খাবার। খবর পেয়ে খাওয়া শুরুর আগ মুহূর্তে সেনাবাহিনী ও আনসার সদস্যদের নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।
তিনি বলেন, লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বৌভাতের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অতিথিদের জন্য খাবার স্থানীয় গরিব ও এতিমখানায় দিতে বলা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এমএস