দেশজুড়ে

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় নুরুল আমীন (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শরীফপুর ইউনিয়নের কালারার চর গ্রামের হাজী গৌছ আলীর ছেলে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির কাছে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমিন মোটরসাইকেল চালিয়ে আসার সময় রাস্তার মোড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এসময় এলাকাবাসী তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাইকেল চালাতে গিয়ে নিযন্ত্রণ হারিয়ে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মবিনয় ভুষণ রায় জানান, সাইকেল চালানো শিখতে গিয়ে নিজে নিজেই খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ওই ছাত্র মারা গেছে। মরদেহ হাসপাতালে রয়েছে।

আব্দুল আজিজ/এএইচ/এমএস