দেশজুড়ে

যশোরে তিন ব্যবসায়ীর ওপর হামলা

যশোর শহরে শুক্রবার দুপুরে প্রকাশ্যে তিন ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শহরের জেল রোডে কুইন্স হসপিটালের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন শহরের শংকরপুর মহিলা মাদ্রাসা এলাকার আবদুল হকের ছেলে শাহাদত হোসেন (২৫), একই এলাকার আজিবর রহমানের ছেলে কালু মিয়া (২৩) এবং আবু তাহের (৫৫)। এদের মধ্যে গুরুতর অবস্থায় শাহাদত ও কালুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।