দেশজুড়ে

ফেনীতে বিএনপির বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু

ফেনীতে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম চালু করেছে বিএনপি।

বুধবার (২৮ জুলাই) দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডে প্রেস ক্লাব ভবনের সামনে অস্থায়ী এ বুথের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

এ সময় ভার্চুয়ালি অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের বিশেষ দিক নির্দেশনা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁঞার পরিচালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, জেলা বিএনপির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নুর উল্লাহ কায়সার/এএইচ/জেআইএম