কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার সময় জাকির ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৮৫০) নামের একটি নৈশকোচ আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে ঠাকুরগাঁও থেকে ৪৫ যাত্রী নিয়ে ঢাকা যাবার সময় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টারমিনাল এলাকায় বাসটি আটক করা হয়।
বুধবার (২৮ জুলাই) সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশি জানান, কোচে ১২ নারীসহ ৪৫ যাত্রী ছিল। যাত্রীদের নিরাপদে ঠাকুরগাঁওয়ে তাদের বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। তবে বাসটি সৈয়দপুর থানায় আটক রাখা হয়েছে।
এদিকে সারাদেশের ন্যায় নীলফামারীতে কঠোর লকডাউন চলছে। চলমান লকডাউনে সরকারের বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘণ্টায় ২১ মামলায় ৬১ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে একব্যক্তিকে তিন মাসের বিনাসশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
জাহেদুল ইসলাম/এএইচ/এমএস