দেশজুড়ে

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় একসঙ্গে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা মাছ ধরে বাড়ি ফিরছিলেন। বুধবার (২৮ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে হেলাল উদ্দিন ও তার স্ত্রী সুন্দরী বেগম তাদের বাড়ির পাশে মাছ ধরতে যান। তারা মাছ ধরে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এসময় কোমল পানীয় ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-উ-১১-১২৬২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ওসি আরও জানান, ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস