নাটোরের সিংড়া এবং বড়াইগ্রামে পৃথক দুটি স্থানে ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। সিংড়ায় বস্তা (ব্যাশা) ব্রিজের পাশে নাটোরগামী ট্রাকে পিষ্ট হয়ে আজাহার আলী (৭০) নামে ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভ্যানটি ট্রাকটিকে ওভারটেক করার সময় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক মারা যান।
অপরদিকে নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কের বড়াইগ্রাম থানার লাথুরিয়া নামক স্থানে চুয়াডাঙ্গাগামী বিকল ট্রাকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে বিকল ট্রাকের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান।
দুটি ট্রাকই বনপাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
রেজাউল করিম রেজা/এমএইচআর/এএসএম