দেশজুড়ে

মাওয়া-গুলিস্তান ভাড়া এক হাজার, পায়ে হেঁটেই আসছেন অনেকে

ঢাকার মিরপুরের এক পোশাক কারখানায় কাজ করেন জিয়াসমিন আক্তার। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফরিদপুরে গেছিলেন। রোববার (১ আগস্ট) থেকে শিল্পকারখানা খুলছে, তাই কর্মস্থলে ফিরতে শনিবার (৩১ জুলাই) সকালে পদ্মা পাড়ি দিয়ে এসেছেন মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে। ফেরি পার হলেও শিমুলিয়া ঘাটে পৌঁছে কঠোর বিধিনিষেধে পরিবহন বন্ধ থাকায় গাড়ি না পেয়ে পড়েছেন বিপাকে। কী করবেন, কীভাবে পৌঁছবেন গন্তব্যে, বুঝে উঠতে না পেরে শিমুলিয়াঘাট থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে হেঁটেই যাত্রা শুরু করেন।

জাগো নিউজকে জিয়াসমিন আক্তার জানান, সরকার গণপরিবহন বন্ধ রেখে গার্মেন্টস খুলেছে। ১ আগস্ট না গেলে চাকরি থাকবে না। চাকরি বাঁচাতে এখন কষ্ট করে যেতে হচ্ছে। গাড়ি পাওয়ার জন্য রাস্তায় হাঁটছি।

শুধু জিয়াসমিন নন, কর্মস্থলে ফিরতে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা হাজারও যাত্রীর একই অবস্থা। শিল্পকারখানা খোলার খবরে শনিবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী মানুষের ঢল রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে।

সরেজমিনে দেখা যায়, বাংলাবাজার থেকে আসা প্রতিটি ফেরিতে যাত্রীদের ঢল। ঘাটে পৌঁছে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। যে যেভাবে পারছেন ঢাকায় ছুটছেন। এক্ষেত্রে গুনতে হচ্ছে দু-তিন-চারগুণ বেশি ভাড়া। অনেকে গাড়ি না পেয়ে হেঁটে যাত্রা শুরু করেছেন।

সবুজ নামের আরেক যাত্রী জানান, বাসে শিমুলিয়াঘাট থেকে ঢাকার গুলিস্তান জনপ্রতি ভাড়া ৭০ টাকা। স্বাভাবিক সময়ে মোটরসাইকেলে ২০০ টাকায় যাওয়া গেলেও এখন এক হাজার টাকা লাগছে।

আরেক যাত্রী আউয়াল জানান, এক ঘণ্টা ঘাটে বসে ছিলাম, মোটরসাইকেলে এক হাজার আর মাইক্রোবাসে ৭০০ টাকা চাচ্ছে।

মোরশেদ হোসাইন নামের এক যাত্রী বলেন, কাল হঠাৎ জানতে পারি গার্মেন্টস খুলছে। জানতাম ৫ আগস্ট পর্যন্ত বন্ধ, এখন আবার খোলা। বাধ্য হয়ে যাচ্ছি।

রুজিনা আক্তার নামে আরেক যাত্রী জানান, গাড়ি নেই, ছেলেমেয়ে নিয়ে বসে আছি। বৃষ্টিতে ভিজতেছি। যে ভাড়া চায় তা দিয়ে যাওয়া অসম্ভব, আবার যেতেও হবে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে ছোটবড় মিলিয়ে ৯টি ফেরি সচল রয়েছে। শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী যাত্রীর সংখ্যা কম। ঘাটে যানবাহনের উপস্থিতি নেই। ঘাটে গাড়ির চাপ না থাকায় জরুরি প্রয়োজনে যেসব গাড়ি পারাপারের জন্য আসছে তাদের অপেক্ষা করতে হচ্ছে না। বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে যাত্রী ও যানবাহনের খুব চাপ। পোশাক কারখানা খুলছে তাই যাত্রীদের উপস্থিতি বেশি। স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরার জন্য মাইকিং করা হচ্ছে।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/এমএস