দেশজুড়ে

ফেনীতে খাল পরিষ্কার করল ছাত্রলীগ

ফেনীর সোনাগাজীতে জলাবদ্ধতা নিরসনে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকালে চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে খালটি পরিষ্কার করা হয়।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভ বলেন, ‘উত্তর চরমজলিশপুর এলাকার বড় কবরস্থান থেকে দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়ন পর্যন্ত দীর্ঘ প্রায় তিন কিলোমিটারের খালটিতে ময়লা জমে যাওয়ায় পানির প্রবাহ কমে গিয়েছিল। এতে করে আশপাশের এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা। পরে নেতাকর্মীদের নিয়ে খালটি পরিষ্কার করা হয়। এখন আর পানি নিষ্কাশনে সমস্যা হবে না।’

চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমএ আজিজ অভি বলেন, ‘এই পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়ার ফলে আশপাশের এলাকার জমিতে জলাবদ্ধতাসহ অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি রোধ করা সম্ভব হবে।’

নুর উল্লাহ কায়সার/এফআর/এসজে/এএসএম