দেশজুড়ে

নারায়ণগঞ্জ থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো বাস

শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে ৩১ জুলাই রাত থেকে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালুর অনুমতি দেয়া হলেও নারায়ণগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।

রোববার (১ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের বাস টার্মিনাল ও চাষাঢ়া এলাকায় দূরপাল্লা ও আন্তঃজেলার প্রায় সবগুলো বাস কাউন্টারই বন্ধ দেখা যায়। চাষাঢ়া এলাকায় সোহাগ পরিবহনের একটি কাউন্টার খোলা থাকলেও তারা কোনো বাস ছাড়েনি।

কাউন্টারের এক কর্মকর্তা জানান, দূরপাল্লার বাসগুলো যেতেই একদিন সময় লাগে। এত অল্প সময়ের মধ্যে বাস যাওয়া-আসা সম্ভব নয়। তাই নারায়ণগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।

এ বিষয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে চলাচলকারী বন্ধন পরিবহনের চেয়াম্যান মো. জুয়েল হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে বন্ধন পরিবহনের কোনো বাস ছাড়েনি। অল্প সময়ে বাস ছেড়ে কোনো লাভ নেই। আমরা আগে খবর পাইনি। সকাল ১০টার সময় কয়েক ঘণ্টার জন্য বাস ছাড়লে স্টাফদেরই খরচ উঠবে না।

এদিকে শহর ঘুরে দেখা গেছে, বাস না চললেও অন্য সব পরিবহনই নারায়ণগঞ্জের সড়কগুলোতে চলাচল করেছে। স্বাভাবিক সময়ের মতোই ট্রাফিকিং করছে পুলিশ সদস্যরা।

এএইচ/জিকেএস