নোয়াখালীর সুবর্ণচরে ইয়াবাসহ আবদুর রহিম (৩৩) ও আবুল কালাম আজাদ (২৯) নামে মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ আগস্ট) তাদেরকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে হাতিয়া ও চরজব্বর থানায় আগেরও মাদকের আরও পাঁচটি মামলা রয়েছে।
আবদুর রহিম হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের রানীগ্রামের মৃত আবুল কালামের ছেলে এবং আবুল কালাম সুবর্ণচরের চরমজিদ গ্রামের মৃত হাফিজ উদ্দিন প্রকাশ খোকন সর্দারের ছেলে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবদুর রহিমকে গ্রেফতারের পর ইয়াবা সিন্ডিকেটের রহস্য পাওয়া যায়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আরেক ইয়াবা কারবারি কালামকেও গ্রেফতার করা হয়।
ইকবাল হোসেন মজনু/এএএইচ