তথ্যপ্রযুক্তি

‘সে থ্যাঙ্কস’ ফেসবুকের নতুন সুবিধা

ফেসবুকে বন্ধুকে ধন্যবাদ জানাতে নতুন একটি অ্যাপ চালু করেছে ফেসবুক। নতুন এই অ্যাপের নাম ‘সে থ্যাঙ্কস’ । যে বন্ধুকে ধন্যবাদ জানাতে চান আপনি শুধু তাকে বেছে নিবেন। এরপর বাকি কাজ এই অ্যাপই করে দেবে।এক বছর আগে ফেসবুকের বর্ষপূর্তিতে ব্যবহারকারীদের ফেসবুকের পথচলা নিয়ে ব্যাপক জনপ্রিয় ভিডিও লুকব্যাক অ্যাপের মতই কাজ করবে এই অ্যাপটি। ‘সে থ্যাঙ্কস’ অ্যাপটির মাধ্যমে আপনি ভিডিওর মাধ্যমে বন্ধুদের ধন্যবাদ জানাবে পারবেন।facebook.com/thanks ঠিকানা থেকে ডেস্কটপ বা মোবাইলে ভিডিও কার্ড শেয়ার করার জন্য তৈরি করা যাবে। ইচ্ছা হলে এর সঙ্গে আপনি জুড়ে দিতে পারেন ইচ্ছামত থিম। আপনাদের বন্ধুতা মাখা ছবিও বেছে দিতে পারেন।ফেসবুক আপনাকে ভিডিও তৈরি করে প্রথমে তার প্রিভিউ দেখাবে। আপনি সন্তুষ্ট হলে ‘ক্লিক’ বোতাম ক্লিক করলেই আপনার টাইমলাইনে পোস্ট হয়ে যাবে এই ভিডিও। যে বন্ধুকে আপনি ধন্যবাদ জানাতে চান তিনি নিজে থেকেই ট্যাগ হয়ে যাবেন। সহজেই তার কাছে পৌঁছে যাবে ধন্যবাদের বার্তা। এভাবে যাকে খুশি, যতজনকে খুশি ধন্যবাদ জানাতে পারবেন আপনি।