আইন-আদালত

ম্যাগনেটিক পিলারসহ গ্রেফতার আসামির জামিন মেলেনি হাইকোর্টে

প্রায় ২০ কোটি টাকা মূল্যের ম্যাগনেটিক পিলারসহ গ্রেফতার আবুল কালাম বয়াতিকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দিয়েছেন আদালত।

এই আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

এ সময় আদালত বলেছেন, এসব আসামিকে তাড়াতাড়ি জামিন দেয়া হলে তারা আবারও অপরাধ সংগঠনে প্রশ্রয় পেয়ে যাবে।

আদালতে আজ জামিন আবেদনকারীপক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. আকরামুল বাকী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

এই জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন, এসব পিলার বৃটিশ আমলে মাটির গভীরে পোতা হয়। এসব ম্যাগনেটিক পিলার বজ্রপাত নিরোধক। এসব পিলার অত্যন্ত মূল্যবান। চোরাকারবারিরা এগুলো তুলে পাচার করছে। ফলে দেশে বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে গেছে।

এর আগে গত ২৫ মে বরগুনার পাথরঘাটা পৌরসভার বড়ইতলা এলাকার বাসিন্দা আবুল কালাম বয়াতিকে পিলারসহ হাতেনাতে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওইদিনই তার বিরুদ্ধে মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, আসামির কাছ থেকে জব্দ করা পিলারের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।

তবে গ্রেফতারের পর নিজেকে একজন কৃষক দাবি করে হাইকোর্টে জামিন আবেদন করেন কালাম। তবে আদালত তাকে জামিন দেননি।

এফএইচ/এমআরআর/জেআইএম