দেশজুড়ে

সুনামগঞ্জের হাওরে নিখোঁজ দুই বোনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের শাল্লার বড়ছাপটার হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে হাওরের মির্জাকান্দা এলাকায় দুটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

নিহতরা হলো- উপজেলার বাহারা ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের মো. শিশু মিয়ার মেয়ে মোছা. চাঁদনি বেগম (১৪) ও মো. ইব্রাহিম মিয়ার মেয়ে সাবিনা বেগম (১৭)। তারা আপন চাচাতো বোন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইঞ্জিন চালিত নৌকায় করে দুই বোন কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া গ্রামের বোনের বাড়ি থেকে ফিরছিল। বিকেলে তাদের বহনকারী নৌকা বড়চাপটার হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ চারজন সাঁতার কেটে হাওরের তীরে উঠলেও দুই বোন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা রাতভর তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার বিকেলে হাওরে দুটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম