দেশজুড়ে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আনারুল ইসলাম রবিন (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ অগাস্ট) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম রবিন পৌর সভার ০৫ নং ওয়ার্ডে পুলিশ লাইনের বোর্ড বাজারের মৃত আব্দুল মালেকের ছেলে। সে ডিস লাইন ব্যবসায়ী ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আনারুল ইসলাম রবিন গত রাতে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধা শহরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জাহিদ খন্দকার/জেএইচ/জিকেএস