বগুড়ার দুপচাঁচিয়ায় মা বেলী বিবির অভিযোগে মাদকাসক্ত ছেলে বিপ্লব হোসেনকে (৩২) জেলহাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে পুলিশ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহেদ পারভেজের কার্যালয়ে হাজির করলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত বিপ্লব দুপচাঁচিয়া পৌর এলাকার চকসুখানগাড়ী মহল্লার আফজাল হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিপ্লব নেশার টাকার জন্য বাবা-মাসহ পরিবারের লোকজনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনসহ জিনিসপত্র ভাঙচুর ও চুরি করে বিক্রি করতো। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে মা বেলী বিবি ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দুপুরে সিও অফিস বাসস্ট্র্যান্ড এলাকা থেকে বিপ্লবকে আটক করে পুলিশ। লিমন বাসার/এআরএ/পিআর