চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস সড়কের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ ধানুয়া গ্রামের দাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সোহেল মিজি নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মো. আব্দুল কাদের মাস্টারের ছেলে। তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল মিজি দোকানের জন্য মালামাল কিনে সাইকেলে ফরিদগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় চাঁদপুর-লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের ধানুয়া এলাকার দাস বাড়ির সামনে আসলে পেছন থেকে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের নিচে দুটি পা আটকা পড়ে গুরুতর আহত হন সোহেল। এ সময় আহত হন আরও অন্তত ২৯ বাসে যাত্রী। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েই চলে যান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম