দেশজুড়ে

লালমনিরহাটে নব্য জেএমবির সদস্য গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধায় নাজমুস সাকিব (২৬) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে ৯ আগস্ট রাতে ঢাকার খিলগাঁওয়ে যৌথ অভিযান চালায় অ্যান্টি টেরিজম ইউনিট ও পুলিশ। পরে তাকে গ্রেফতার করে বুধবার হাতীবান্ধা নিয়ে যাওয়া হয়।

গ্রেফতার সাকিব উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, গ্রেফতার সাকিব নব্য জেএমবির সদস্য এবং তার বিরুদ্ধে হাতীবান্ধা থানায় পুলিশ সদস্যকে আহত ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দুটি মামলা রয়েছে। এতদিন পলাতক ছিলেন তিনি।

রবিউল হাসান/এএইচ/এমএস