দেশজুড়ে

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনটি বড়গাছ এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।

আব্দুল আজিজ/আরএইচ/এএসএম