দেশজুড়ে

নৌকায় চড়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী, শুনলেন সারি গান

৬০ হাত লম্বা একটি বাইচের নৌকা বানিয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের সাদিকুর রহমান (৩০)। তিনি এর নাম দিয়েছেন ‘বীর বাংলা’। লম্বায় অনেক বড় হওয়ায় নৌকাটি ইতোমধ্যে সবার নজর কেড়েছে। লুঙ্গি আর গেঞ্জি পরেই এই নৌকায় চড়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

‘বীর বাংলা’ নৌকা নিয়ে শুক্রবার (১৩ আগস্ট) সকালে পরিকল্পনামন্ত্রীর গ্রামে আসেন এর মালিক সাদিকুর রহমান। নৌকাটি দেখে সেখানে ভিড় করেন স্থানীয় এলাকাবাসী। নৌকাটি দেখতে এগিয়ে যান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উ-জ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সখিনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির আহমদ প্রমুখ। ‘বীর বাংলা’ নৌকা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন মন্ত্রী এম এ মান্নান। এক পর্যায়ে লুঙ্গি-গেঞ্জি পরিহিত অবস্থায় নিজে আগ্রহেই নৌকার অগ্রভাগে উঠে পড়েন তিনি। এরপর মন্ত্রীকে নিয়ে কিছু জায়গা প্রদক্ষিণ করে ‘বীর বাংলা’ নৌকাটি। এসময় বীর বাংলার বাইচের লোকজন মন্ত্রীকে সারি গান গেয়ে শোনান।

বীরগাঁও গ্রামের ‘বীর বাংলা’ নৌকার মালিক সাদিকুর রহমান (৩০) বলেন, ‘পরিকল্পনামন্ত্রী নৌকাটি দেখার জন্য আমার বাবাকে বলেছিলেন। তাই আজ সকালে আমরা নৌকা নিয়ে মন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম। মন্ত্রীসাবকে নৌকায় উঠিয়ে আমরা কিছু সময় বাইচ দিয়েছি। আমাদের বীরগাঁও-পাখিমারা হাওরে নৌকা বাইচের আয়োজন করলে তিনি উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।’ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন বলেন, “বাড়ির পাশের নাইন্দা নদীতে সময় কাটানোর জন্য পরিকল্পনামন্ত্রী একটি নৌকা তৈরি করেছেন। বাড়িতে এসে সময় পেলেই বৈঠা হাতে একা একাই নৌকায় উঠে পড়েন। ‘বীর বাংলা’ নৌকা দেখে তিনি এতে উঠে নৌকা বাইচ উপভোগ করেছেন।’

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘পরিকল্পনামন্ত্রী স্যার বাড়ির পেছনে বাইচের নৌকায় উঠে কিছু সময় নৌকা বাইচ উপভোগ করেছেন। তবে সেসময় স্যারের দেহরক্ষী সঙ্গে ছিল।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এলাকার মানুষ একটা সুন্দর নৌকা তৈরি করেছে। আনন্দ-ফুর্তি করতে তারা নৌকাটি নিয়ে এসেছিল। তাদের অনুরোধে নৌকায় উঠেছি। তারা একটা নৌকা বাইচের আয়োজন করতে চায়। বলেছি ওসির ও ইউএনওর সঙ্গে কথা বলে আগামী মাসে আয়োজন করতে।’

তিনি আরও বলেন, ‘জন্মের পর থেকেই নৌকা দেখে আসছি, নৌকার সঙ্গে পরিচয়। হাওর ও নৌকা দেখে বড় হয়েছি। আমার নিজেরও ছোট একটা ডিঙ্গি নৌকা আছে। নিজে কাঠ কিনে মিস্ত্রি দিয়ে তৈরি করেছি। এটা হাতে চালানো যায়। আমি নৌকা বাওয়া (চালানো) খুব পছন্দ করি। বাড়িতে এলে নৌকাটি নিয়ে বাওয়ার চেষ্টা করি।’ লিপসন আহমেদ/এসআর/জিকেএস