দেশজুড়ে

সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী গ্রেফতার

নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শওকত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ আগস্ট) ভোরে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার অর্থ লেনদেন সংক্রান্ত একটি মামলায় শওকত চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই আদেশ অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শওকত চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি থেকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। জাতীয় পার্টিতে যুক্ত হওয়ার আগে তিনি সৈয়দপুর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

চলতি বছরের ২৮ জানুয়ারি পুনরায় জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি।

জাহেদুল ইসলাম/এএইচ/এএসএম