দেশজুড়ে

সোনারগাঁয়ে জাতীয় শোক দিবসের প্যান্ডেলে আবারও ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানের প্যান্ডেলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে প্যান্ডেলের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়। পৌরসভার মাঠে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ঘটনায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একইসঙ্গে প্যান্ডেল ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, সোনারগাঁ পৌরসভার মাঠে শোক দিবস উপলক্ষে আবু জাফর চৌধুরী বিরুর সমর্থক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মিলাদ মাহফিল ও আলোচনা সভার জন্য প্যান্ডেল নির্মাণ করেন।

শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা ওই প্যান্ডেলের চেয়ার-টেবিল ভাঙচুর করে।

আবার সেখানে প্যান্ডেল নির্মাণ করে রোববার কার্যক্রম শুরু হয়। এদিন দুপুরে ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থানে সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের সভা চলাকালে আবারও প্যান্ডেলে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হামলাকারীদের নাম প্রকাশ করতে রাজি হননি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারকে দায়ী করে বলেন, শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ভাঙচুর করে জাতির পিতাকে অবমাননা করেছেন। এটা অবশ্যই অমার্জনীয়। কায়সারের নির্দেশে মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ও যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান সজীবের নেতৃত্বে কিছু উশৃঙ্খল যুবক এ হামলা ও ভাঙচুর চালায়। এ বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। কেন্দ্রে অভিযোগ দেবো।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, গণভোজের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তদের বিষয়ে খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর মিলাদ মাহফিলের প্যান্ডেলে পুনরায় হামলা মেনে নেয়া হবে না। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এসজে/জেআইএম