নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালাতে গিয়ে চট্টগ্রামের কাছে ডুবে যাওয়া নৌকার যাত্রী আবদুল হাফেজ (১০) নামের এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ বাহিনী।
রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার সকাল থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ বঙ্গোপসাগর এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় আবদুল হাফেজ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩, ক্লাস্টার নম্বর-৫৪, রুম নম্বর- কে/৭ এর আমির হামজার ছেলে।
পুলিশ সুপার আরও জানান, এ পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় কাঠের নৌকায় করে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে ভাসানচর থেকে আনুমানিক ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রাম জেলাধীন বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়। শনিবার (১৪ আগস্ট) রাত ১২টা পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম